তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নীলক্ষেতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ | ০৮ আগস্ট ২০২২, ১৫:০৬ | আপডেট: ০৮ আগস্ট ২০২২, ১৫:১০

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও গণপরিবহনের ভাড়াবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টায় রাজধানীর নীলক্ষেত মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থী, অভিভাবকসহ সাত কলেজ আন্দোলন ও হাফ পাস আন্দোলনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে আন্দোলনকারীরা বলেন, ‘গত ৭ আগস্ট রাত ১২টা থেকে হঠাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়, যার ফলে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পেয়েছে, যা বহন করা সাধারণ জনগণের পক্ষে সম্ভব নয়। শিক্ষার্থীদের পক্ষেও তা অসম্ভব।’

সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাইল সম্রাট বলেন, ‘গণপরিবহনে ভাড়ার নামে নৈরাজ্য চলছে। এটা বন্ধ করতে হবে। পরিবহন মালিকদের করা এই ওয়েবিলের কারণে নির্ধারিত ভাড়ার দুই থেকে তিন গুণ বেশি টাকা গুনতে হয় যাত্রীদের। বছরের পর বছর এই ওয়েবিল নৈরাজ্য চলে এলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। ওয়েবিল যেন যাত্রীদের গলার কাটা। অবিলম্বে এটি বন্ধ হওয়া দরকার।’

এসময় অন্য বক্তারাও একই দাবি জানিয়ে বলেন, ‘ওয়েবিল বন্ধ করতে হবে। এটা অবৈধ। ওয়েবিল দেখিয়ে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। যাত্রীরা এটাকে বৈধ মনে করে কেউ কিছু বলছে না। সবাইকে একযোগে প্রতিবাদ করতে হবে।’

এদিকে মালিকরা বাসে নতুন কোনো ভাড়ার তালিকাও লাগায়নি। জানতে চাইলে তারা বলেন, কয়েকদিনের মধ্যে ভাড়ার তালিকা লাগানো হবে। এই ফাঁকে তারা বেশি ভাড়া নিয়ে নিচ্ছে।’

হাফ পাস আন্দোলনের দেওয়া অন্য দাবিগুলো মধ্যে রয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে বর্ধিত জালানি তেলের দাম কমাতে হবে, গণপরিবহনে এক পয়সাও ভাড়া বাড়ানো যাবে না এবং গণপরিবহনে ভাড়ার নামে নৈরাজ্য বন্ধ করতে হবে, সকল শিক্ষার্থীর হাফ পাস নিশ্চিত করতে হবে।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/এসকে/এফএ)