বাল্কহেডের ধাক্কায় লঞ্চে ফাটল, দুজন নিখোঁজ

বরিশাল ব্যুরো
| আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৯:৩৮ | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২২, ০৯:২২

ব‌রিশা‌লের উজিরপুরে সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চে ধাক্কা দিয়ে বাল্কহেড (বালু বহনকারী বড় ট্রলার) ডুবে গেছে। এ ঘটনায় বাল্কহেডের দুই কর্মী নিখোঁজ রয়েছেন। সোমবার রাত ৮টার দিকে মী‌রের হা‌ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুজন হলেন, পি‌রোজপু‌রের স্বরুপকাঠী উপ‌জেলার নান্দুহান এলাকার মিলন ও কালাম।

সূত্রে জানা যায়, পি‌রোজপু‌রের ভান্ডা‌রিয়া থে‌কে ঢাকাগামী এম‌ভি ম‌র্নিং সান ৯ ল‌ঞ্চের সঙ্গে ইফ‌তি-রিজ‌ভী নামে বাল্ক‌হে‌ডের সংঘর্ষ হয়। এ সময় বাল্ক‌হেড‌টি ডু‌বে যায়। সংঘর্ষে লঞ্চের তলা ফে‌টে গে‌ছে। পরে লঞ্চ‌টি উজিরপু‌রের চৌধুরীর হাট এলাকায় নোঙর করা হ‌য়। লঞ্চে ৫ শতাধিক যাত্রী ছিলেন বলেও জানা যায়।

ল‌ঞ্চের যাত্রী রিপন বলেন, ‘আড়াআড়িভা‌বে আসা বাল্ক‌হেড থে‌কে লাইট দিয়ে সিগন্যাল দেওয়া হচ্ছিল। ত‌বে দুটো নৌযান একই গ‌তি‌তে চলায় বাল্ক‌হেড‌ ল‌ঞ্চের মাঝখা‌নে ধাক্কা দেয়। পরে বাল্ক‌হেড‌টি ডু‌বে যায়।’

উপজেলার বড়া‌কোঠা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট শ‌হিদুল ইসলাম ব‌লেন, ‘আমি ঘটনাস্থ‌লে গিয়েছি। যাত্রীরা নিরাপ‌দে র‌য়ে‌ছেন এবং অধিকাংশ যাত্রী লঞ্চ ছেড়ে চ‌লে গে‌ছেন। এছাড়া ল‌ঞ্চের তলা ফে‌টে গেছে।’

ব‌রিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক ব‌লেন, ‘ঘটনাস্থ‌লে লোক পাঠা‌নো হ‌য়ে‌ছে। বাল্ক‌হে‌ড ডু‌বে যাওয়ার পাশাপা‌শি লঞ্চের তলাও ফে‌টে গে‌ছে। কিছু যাত্রী ল‌ঞ্চেই র‌য়ে‌ছেন, বা‌কিরা আতঙ্কিত হ‌য়ে চৌধুরীর হাট এলাকায় নে‌মে গে‌ছেন। লঞ্চ ঢাকায় ছে‌ড়ে যা‌বে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হয়‌নি।’

উজিরপুর থানা পু‌লি‌শের ওসি আলী আর্শাদ ব‌লেন, ‘প্রাথ‌মিকভা‌বে দুর্ঘটনায় বাল্ক‌হেড‌টির দুজন নিখোঁজ থাকার খবর পাওয়া গে‌ছে। তাদের বিস্তারিত প‌রিচয় জানা যায়‌নি, তবে উদ্ধা‌র কাজ চালু রয়েছে।’

(ঢাকাটাইমস/০৯আগস্ট/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :