ফ্লোরিডায় ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১১:৩৭ | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২২, ০৯:৫১

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার (৮ আগস্ট) ফ্লোরিডার পাম বিচ শহরের মার-এ-লাগোতে এই অভিযান চালায় সংস্থাটি।

এক বিবৃতিতে ট্রাম্প নিজেই অভিযানের বিষয়ে জানিয়েছেন। তিনি জানান, কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই তার বাড়িতে অভিযান চালিয়েছে এফবিআই।

তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করার এবং সহযোগিতা করার পরও আমার বাড়িতে এই অঘোষিত অভিযান চালানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। তারা এমনকি কোনো অনুমতি না নিয়েই আমার বাড়িতে প্রবেশ করেছে!’

অন্যদিকে ট্রাম্পের বাড়িতে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে এফবিআই’র সদর দপ্তর।

এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, অভিযানের সময় ট্রাম্প নিজ বাড়িতে ছিলেন না। তবে তার বাড়িতে প্রবেশের জন্য এফবিআইয়ের নিকট সার্চ ওয়ারেন্ট ছিল। গোপন নথি খুঁজে পেতেই তার বাড়িতে অভিযান চালানো হয়।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :