‘হায় হোসেন’ মাতমে তাজিয়া মিছিল শুরু

প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ১২:২৭ | আপডেট: ০৯ আগস্ট ২০২২, ১৩:২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কারবালার মর্মান্তিক শোকের স্মরণে শুরু হয়েছে তাজিয়া মিছিল।

সোমবার সকাল ১০টায় রাজধানীর হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এ মিছিল শুরু হয়।  

হোসেনি দালান ইমামবাড়ি থেকে তাজিয়া মিছিলটি শুরু হয়ে বকশীবাজার রোড, নিউমার্কেট হয়ে ধানমন্ডি লেকের ‘প্রতীকী কারবালা’ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে তাজিয়া মিছিলে যোগ দেন শিয়া সম্প্রদায়ের মানুষ। মূল তাজিয়া মিছিলে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে কালো কাপড় পরে হোসেনি দালানে আসতে থাকেন তারা।

করোনা মহামারির কারণে দুই বছর পর পূর্ণাঙ্গ পরিসরে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবার। মিছিলের সমন্বয়ের মূল দায়িত্ব পালন করছে হোসেনি দালান ইমামবাড়ি ম্যানেজমেন্ট কমিটি।

তাজিয়া মিছিল সাজানো হয়েছে কারবালার শোকের নানা প্রতিকৃতি দিয়ে। বিবি ফাতেমার স্মরণে মিছিলের শুরুতেই দুটি কালো গম্বুজ বহন করা হচ্ছে। অংশগ্রহণকারীরা বহন করছেন বিভিন্ন নিশান।

মিছিলে দুটি ঘোড়া রয়েছে, যার মধ্যে একটিকে রং দিয়ে রক্তের রূপ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ইমাম হোসেন যখন কারবালায় যান তখন ঘোড়াটি এক রকম থাকে, আবার যুদ্ধের শেষে রক্তাক্ত ঘোড়ার অবস্থা তুলে ধরা হয়েছে।

তাজিয়া তৈরি করা হয়েছে ইমাম হোসেনের সমাধির আদলে। একদল শোকের গান গাইতে গাইতে সামনের দিকে এগুচ্ছেন। এছাড়া অনেকেই বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে মাতম করছেন। গায়ে রং লাগিয়ে কারাবালার সেই রক্তপাতের দৃশ্য তুলে ধরা হয়েছে মিছিলে।

কারবালার রক্তাক্ত স্মৃতির স্মরণে মিছিলে অংশগ্রহণকারীরা সাধারণত নিজের দেহে ছুরি দিয়ে আঘাত করে রক্ত ঝরিয়ে মাতম করেন। তবে নিরাপত্তার স্বার্থে পুলিশের অনুরোধে গত কয়েক বছর ধরেই ছুরি দিয়ে মাতম করা হচ্ছে না।

হিজরি সাল অনুসারে ১০ মহরম তথা আশুরা মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন। ঘটনাবহুল এ দিনে বর্তমান ইরাকের অন্তর্গত কারবালা প্রান্তরে মুয়াবিয়ার হাতে শহীদ হন হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেন।

মঙ্গলবার (৯ আগস্ট) সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে আশুরা।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/এমআই/এফএ)