টয়লেটে গোপন নথি ফ্লাশ করতেন ট্রাম্প!
প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ১২:৪১ | আপডেট: ০৯ আগস্ট ২০২২, ১৫:১০

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় হোয়াইট হাউসে বসবাসের সময় কিছু গুরুত্বপূর্ণ অথবা গোপন নথিপত্র টয়লেটে ফ্লাশ করে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৯ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়, টয়লেটে কিছু কাগজ রয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক টাইমস পত্রিকার প্রতিবেদক ম্যাগি হ্যাবারম্যান ছবিগুলো তার নতুন বই ‘কনফিডেন্স ম্যান’-এ প্রকাশ করবেন।
ম্যাগি হ্যাবারম্যান গণমাধ্যমকে জানান, ছবি ২টির একটি হোয়াইট হাউসের টয়লেট থেকে তোলা এবং আরেকটি তার বিদেশ সফরের সময় তোলা। ছবি দুটি তিনি হোয়াইট হাউস সূত্রে পেয়েছেন।
ছবি দুটোতে কিসের ডকুমেন্ট রয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে সেগুলো ট্রাম্পের হাতের লেখা বলে ধারণা করা হচ্ছে।
গত রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে ডোনাল্ড ট্রাম্পের ‘মার-আ-লাগো’ বাসভবনে তল্লাশি অভিযান চালায় দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)।
(ঢাকাটাইমস/০৯আগস্ট/আরআর)