জ্বালানির সংকট সারা বিশ্বের: কাদের

প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ১৬:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

বৈশ্বিক সংকটের নেতিবাচক প্রভাবের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহে অস্থিতিশীলতা ও মূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি। এটি কোনো দেশের নয়, এটি সারা বিশ্বের সংকট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ‘বিশ্বে চলমান এ বাস্তবতা অনুধাবন না করে বিএনপি ও তার দোসররা সরকারকে দায়ী করছে।’ মঙ্গলবার তার বাসভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন কাদের।

 

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন ভাড়া সমন্বয়ের পরও কোনো কোনো পরিবহন বাড়তি ভাড়া আদায় করছে এমন অভিযোগের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘পরিবহন মালিক ও শ্রমিকরা সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন বলে আশা করছি। যারা সমন্বয়কৃত ভাড়ার বেশি আদায়ের চেষ্টা করছেন তারা সরকারের মনিটরিংয়ের আওতায় রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

ওবায়দুল কাদের বলেন, ‘পরিবহনে যারা পরিকল্পিতভাবে ধর্ষণ ও ডাকাতির ঘটনা ঘটাচ্ছে, তারা দেশের শত্রু। তারা ক্ষমার অযোগ্য অপরাধ করছে। এদের কঠোর হাতে দমন করতে হবে।’

 

আগামী জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যত বাধাই আসুক, সংবিধান অনুযায়ী যথা সময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আসা না আসা যে কোনো দলের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু নির্বাচন হতে না দেওয়ার আস্ফালন করে লাভ নেই।’

 

বিএনপি নেতাদের কথায় কথায় দুর্নীতি আর লুটপাটের অভিযোগের পাল্টা জবাবে কাদের বলেন, ‘অন্ধকারে ঢিল না ছুঁড়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে বলুন, কোথায়, কারা, কে দুর্নীতি করছে। দুর্নীতির প্রশ্নে শেখ হাসিনা সরকারের জিরো টলারেন্স নীতির কোনো নড়চড় হয়নি।’

 

তিনি বলেন, ‘সরকার নাকি আন্দোলনে ভীত, বিএনপি নেতাদের এমন বক্তব্য কমেডি ক্লাবের জন্য যুৎসই হতে পারে কিন্তু দেশের বাস্তবতার সাথে কোনো মিল নেই। দেশে কোথায় তাদের আন্দোলন? কোথায় তাদের উত্তাপ?’

 

(ঢাকাটাইমস/৯আগস্ট/এসএম)