লোডশেডিং এক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২২, ১৭:২৮

এলাকাভিত্তিক শিডিউল করে বিদ্যুৎ লোডশেডিং এক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে বলে আশা রেখেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেন, ‘ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি। এখন একটু কম বিদ্যুৎ এলেও এক মাসের মধ্যে সমাধান হয়ে যাবে, ইনশাআল্লাহ।

মঙ্গলবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইডিবি হলে এক অনুষ্ঠানে একথা বলেন পরিকল্পনামন্ত্রী। সকাল সাড়ে ১১টায় পরিকল্পনামন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সরকার কর্মীবান্ধব ও অসহায় মানুষের পাশে থাকে মন্তব্য করে এম এ মান্নান বলেন, ‘গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকাই হলো আওয়ামী লীগের রাজনীতি।’

‘আমরা সবুর করে বসে আছি। বেশি হলে এক দেড়মাস, সবকিছু ঠিক হয়ে যাবে। সরকারকে একটু সময় দেন। বন্যায় যাদের ক্ষতি হয়েছে, তাদের কষ্ট দূর করার জন্য সরকার চেষ্টা করেছে, আরও করবে।’

এমএ মান্নান বলেন, ‘ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিছি। এখন একটু কম বিদ্যুৎ আসছে, যা এক মাসে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ সরকার কর্মীবান্ধব ও অসহায় মানুষের পাশে থাকে। গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকাই হলো আওয়ামী লীগের রাজনীতি।’

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মন্ত্রী বলেন, ‘আবার ভোট দেওয়ার সময় আসবে। কে আপনার উপকার করছে তাকে ভোট দেবেন। যে উপকার করছে না, তাকে ভোট দেবেন না।’

এম এ মান্নান বলেন, ‘সরকার আমাদের সঙ্গে আছে। যারা অসহায় ভূমিহীন জমি ভিটাও নাই, তাদেরকে দুই শতক জায়গা সাফ কবলা করে ঘরসহ দিয়েছে। আমার জীবনে আমি এর থেকে ভালো কাজ দেখছি না। এইবারের বন্যায় গরিবের কষ্ট হয়েছে বেশি। সরকার সহায়তা করছে, আরও করবে।’

বৈশ্বিক সমস্যার কারণে আমরা একটু অসুবিধার মাঝে আছি উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক সমস্যার কারণে দেশের মানুষ সাময়িক অসুবিধায় আছেন। সেই সঙ্গে দেশে টাকার ঘাটতি পড়ে গেছে।’

অনুদান দেয়ার সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুজ্জামান, পরিকল্পনামন্ত্রীর একাত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার ও ওসি খালেদ চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

সভা শেষে উপজেলার ৪২৮ জনের মাঝে ১ হাজার ২৫০ টাকা করে পাঁচ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/এআর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :