ওয়ালটনের ২৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২২, ১৮:০২

দেশের পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। তবে উদ্যোক্তা পরিচালকরা নিবেন ১৫০ শতাংশ লভ্যাংশ।

সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ টাকা ১৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় (ইপিএস) হয়েছিল ৫৪ টাকা ২১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৪ টাকা ৬৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৩১১ টাকা ৫৯ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর।

(ঢাকাটাইমস/৯আগস্ট/এসকেএস)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা