সবার আগে পোলার্ডের ৬০০

প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ১৮:১৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

একশ বলের টুর্নামেন্ট খেলতে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার কাইরন পোলার্ড। আর সেখানে গিয়ে গড়লেন বিশ্বরেকর্ড। ক্রিকেটবিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ ম্যাচ খেলার বিশ্বরেকর্ডের গড়েছেন এই উইন্ডিয়ান অলরাউন্ডার।

দ্য হানড্রেড টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের জার্সিগায়ে মাঠে প্রতিনিধিত্ব করছেন পোলার্ড। সোমবার রাতে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলতে নামে লন্ডন। আর একাদশে ছিলেন পোলার্ড। তাতেই হয়েছে ৬০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা।

ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণে ২০০৬ সালে প্রথমবারের মতো খেলতে নামেন কাইরন পোলার্ড। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৬০০ ম্যাচে ১১ হাজারেরও বেশি রান করতে সক্ষম হয়েছেন তিনি। আর বল হাতে নিয়েছেন মোট ৩০৯টি উইকেট। সেঞ্চুরির দেখা পেয়েছেন একটি, আর অর্ধশতক রয়েছে ৫৬টি।

এদিকে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলতে নেমে ৫২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে তার দল লন্ডন স্পিরিট। শুরুতে ব্যাট করতে নেমে ১০ বলে ১৬২ রান তুলে লন্ডন। মাত্র ১১ বল খেলে ৩৩ রানে অপরাজিত থাকেন পোলার্ড। জবাবে খেলতে নেমে  ১০২ রানেই গুটিয়ে যায় ম্যানচেস্টার।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/এমএম)