র‌্যাবের এয়ার উইয়িংয়ের পরিচালকের মৃত্যুতে আইজিপির শোক

প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ১৯:১৬ | আপডেট: ০৯ আগস্ট ২০২২, ১৯:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এ বিষয়ে মঙ্গলবার বিকালে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. কামরুজ্জামান  স্বাক্ষরিত একটি শোক বার্তা গণমাধ্যমে পাঠানো হয়েছে।

র‌্যাব এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন মঙ্গলবার দুপুর ১টা ৩৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোক বার্তায় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইজিপি।

শোক বার্তায় আইজিপি বলেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন অত্যন্ত দক্ষ পাইলট ও মেধাবী কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন চৌকস সেনা কর্মকর্তাকে হারালো।

আইজিপি তার আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী ও দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

লে. কর্ণেল মোহাম্মদ ইসমাইল হোসেন গত ২৭ জুলাই প্রশিক্ষণকালীন হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার নবাবগঞ্জে দুর্ঘটনায় পতিত হন। তাকে অতি দ্রুত উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গত ৫ আগস্ট  সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/০৯ আগস্ট/এএ)