মেগা প্রজেক্ট থেকে শুরু করে গ্রামগঞ্জেও আ.লীগের হরিলুট চলছে: প্রিন্স

ময়মনসিংহ, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২২, ১৯:৩৫

দেশের মেগা প্রজেক্ট থেকে শুরু করে গ্রামগঞ্জেও আওয়ামী লীগের হরিলুট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

মঙ্গলবার বিকাল ৪টায় হালুয়াঘাট পৌরশহরে নবগঠিত ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, আওয়ামী সরকারের ব্যর্থতায় দেশ ধ্বংসের দ্বার প্রান্তে। লুটপাট, দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারে কারণে দেশের অর্থনীতি এখন লণ্ডভণ্ড হয়ে পড়েছে। মেগা প্রজেক্ট থেকে শুরু করে গ্রামগঞ্জে আওয়ামীলীগের হরিলুট চলছে। এতে মানুষ অসহায় ও বিপর্যস্ত হয়ে পড়েছে।

এই অবস্থায় গ্রামের গরিব মানুষকে ঘর দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগের লোকজন গরিব ও অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনপ্রত্যাশা অনুযায়ী সরকার পতন আন্দোলন সফল করতে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনগুলোকে শক্তিশালী করতে কাজ করছে বিএনপি । অচিরেই সরকার পতন আন্দোলনের দ্বারপ্রান্তে দেশ। তাই এ সরকারের পতনের লক্ষ্যে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম।

এ সময় উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ও এড. ওয়ারেস আলী মামুন।

এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আবুল বাশার আকন্দ, শাহ নুরুল কবির শাহীন, আহমেদ তাইয়্যেবুর রহমান হিরন, ইয়াসির খান চৌধুরী, অ্যাড.নুরুল হক, মফিজ উদ্দিন প্রমুখ।

সভায় জেলা বিএনপির সদস্য ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৯আগস্ট/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ছাত্রলীগের পদ টেকাতে বিয়ে গোপন? নেতার আত্মহত্যার চেষ্টায় নানা প্রশ্নের ঘুরপাক

দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়: মির্জা আজম

সংঘাত সৃষ্টি করতে চায় বিএনপি: নাছিম

খালেদা জিয়ার কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে: টুকু

সরকার আইনের অপব্যাখ্যা দিয়ে খালেদা জিয়াকে হত্যা করতে চায়: মির্জা ফখরুল

জনগণের প্রতি বিএনপির দায়বদ্ধতা নেই: ওবায়দুল কাদের

খালেদা জিয়ার ক্ষেত্রে এত হাইকোর্ট দেখানো হচ্ছে কেন: কর্নেল অলি

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলার আগেই প্রধানমন্ত্রী সরাসরি নাকচ করেছেন: দুদু

খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে মন্ত্রী-এমপিদের বক্তব্য নির্মম ও নিষ্ঠুর: গণতন্ত্র মঞ্চ

রাজপথ দখলের লড়াইকে ঘিরে বাড়ছে জনমনে উদ্বেগ-আতঙ্ক

এই বিভাগের সব খবর

শিরোনাম :