কাফরুলে মাদক চোরাকারবারি গ্রেপ্তার

প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ২১:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে মো. ওমর আলী শিশির নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তার কাছ থেকে একটি রিভলবার, একটি গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ঢাকাটাইমসকে বলেন, মঙ্গলবার শিশির পূর্ব কাফরুল ব্রাদার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সামনে ইয়াবা বিক্রি করছেন এমন গোপন তথ্য পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে শিশিরকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, শিশির দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি ও ইয়াবা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে কাফরুল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/এএ)