গৃহবধূকে তিন বছর ধরে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২২, ২২:২০

বগুড়ার সোনাতলায় এক গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে টানা তিন বছর ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষের বিরুদ্ধে। ঘটনার শিকার ওই গৃহবধূ মঙ্গলবার বিকালে সোনাতলা থানায় একটি ধর্ষণের মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা সুজন কুমার ঘোষ উপজেলার নামাজখালী গ্রামের সুভাষ ঘোষের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার শিকার ওই গৃহবধূ দুই সন্তানের মা। তার স্বামী বগুড়া শহরের এক তেলের ডিপোতে শ্রমিকের কাজ করেন। কাজের সুবাদে তার স্বামীকে প্রতিদিন বাড়ি থেকে সকালে বের হতে হয় এবং ফেরেন রাতে। এ সুযোগে ছাত্রলীগ নেতা সুজন ওই গৃহবধূকে গত তিন বছর ধরে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছিলেন। সর্বশেষ গত ২৫ জুলাইয়েও তাকে ধর্ষণ করা হয়েছে। এর মধ্যে ঘটনাটি গৃহবধূ তার স্বামীকে জানান। পরে মঙ্গলবার সোনাতলা থানায় ওই নারী বাদী হয়ে মামলা করেন।

এছাড়া এর আগে গতকাল সোমবার রাতে ওই গৃহবধূর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি আইডি থেকে ছাড়া হয়। ভিডিও ক্লিপে ওই গৃহবধূ তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাতলা থানার ওসি জালাল উদ্দিন জানান, ভয়ভীতি দেখিয়েই ধর্ষণের ঘটনা। এমনটা ওই গৃহবধূর কাছ থেকে জানতে পেরেছি। আজ মঙ্গলবার বিকালে ওই গৃহবধূ থানায় অভিযোগ করলে সেটা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত উপজেলা ছাত্রলীগ নেতা সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :