সিএডি-এর আধুনিকায়ন ও কেন্দ্রীয়করণ উদ্বোধন পদ্মা ব্যাংকের

প্রকাশ | ১০ আগস্ট ২০২২, ১২:৫৮

ঢাকাটাইমস ডেস্ক

সার্বিক লোন কার্যক্রম সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে এবার সেন্ট্রালাইজড ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট (সিএডি) চালু করল পদ্মা ব্যাংক লিমিটেড। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক রিয়াজ খানের তত্ত্বাবধানে চলছে কেন্দ্রীয়করণ বিপ্লব। তারই অংশ এই ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। 

গত রবিবার (৭ আগস্ট) পদ্মা ব্যাংকের মিরপুর ট্রেনিং ইনিস্টটিউটে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান প্রধান অতিথি হিসেবে সিএডি কার্যক্রম উদ্বোধন করেন ।  

এ সময় তিনি বলেন, একটি ব্যাংকের অন্যতম বড় শক্তি হলো সিএডি। তাদের শক্তিশালী করাটা সবচেয়ে বেশি জরুরি। ব্যাংকের আর্নিং অ্যাসেটের মান উন্নয়নের পাশাপাশি কোনো লোন যাতে ব্যাড লোন হয়ে না যায় তা এখন আগে থেকেই তদারকি করা যাবে। সবকিছু যাচাই-বাছাই করে দেওয়া হবে প্রতিটি লোন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কড়া নজরদারিতে এখন অনেক কিছু সহজ ও দ্রুত সময়ে শেষ করা সম্ভব হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী, এসইভিপি ও আরএমডি অ্যান্ড ল’ হেড ফিরোজ আলম, এসইভিপি ও প্রিন্সিপাল মিরপুর ট্রেনিং ইনস্টিটিউট সাবিরুল ইসলাম চৌধুরী, এসভিপি ও হেড অব ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট মো. হাবিবুর রহমান-সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এআর)