সুইস ব্যাংকে নির্দিষ্ট কারও তথ্য চায়নি বাংলাদেশ, জানালেন রাষ্ট্রদূত

প্রকাশ | ১০ আগস্ট ২০২২, ১৩:৪৩ | আপডেট: ১০ আগস্ট ২০২২, ১৪:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সুইজারল্যান্ডের ব্যাংকে অর্থ জমা রাখার বিষয়ে বাংলাদেশ নির্দিষ্ট করে কারো বিষয়ে কোনো তথ্য চায়নি বলে জানিয়েছেনে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক সংলাপে এ কথা বলেন চুয়ার্ড।

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ সুইস ব্যাংকে জমা রাখা হচ্ছে এবং বাংলাদেশ সরকার এই পাচার করা অর্থের তথ্য সুইজারল্যান্ড সরকারের কাছে চেয়ে পাচ্ছে না জানিয়ে এ বিষয়ে মন্তব্য জানতে চান সাংবাদিকরা।

জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ সরকার সুইজারল্যান্ড সরকারের কাছে নির্দিষ্ট করে কারো সম্পর্কে তথ্য চায়নি। সুইজারল্যান্ড সরকার সুইস ব্যাংকের ত্রুটি সংশোধন করতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সুইজারল্যান্ড কালো টাকা রাখার স্বর্গরাজ্য নয়। সুইস ব্যাংক আন্তর্জাতিক সকল প্রক্রিয়া মেনেই কাজ করে।’

গত বছর দুই দেশের বাণিজ্য এক বিলিয়ন ডলার অতিক্রম করেছে উল্লেখ করে সুইস রাষ্ট্রদূত চুয়ার্ড আরও বলেন, ‘সুইস সরকার ৫০ বছর ধরে বাংলাদেশকে সহযোগিতা করছে। আগামী দিনগুলোতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। গ্রিন জ্বালানি ও প্রযুক্তির প্রসারে সুইজ সরকার অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। রোহিঙ্গা সংকটে সুইজারল্যান্ড সব সময় পাশে আছে। রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদে প্রত্যাবাসন সব সময় সুইজারল্যান্ড চেয়ে আসছি।’

বাংলাদেশে সুইস সরকারের সহায়তায় অনেক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘এ দেশে স্থানীয় সরকারের কার্যক্রম সুইস সরকারের সহায়তায় হচ্ছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের মতো স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে পারলে এ দেশের জনগণ আরও বেশি উপকৃত হবে।’

অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত এক বছরে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ প্রায় ৫৫ শতাংশ বেড়েছে।

২০২১ সাল শেষে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৩৪৫ কোটি টাকা), যা  আগের বছরে ছিল ৫৬ কোটি ৩০ লাখ সুইস ফ্রাঁ।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এফএ)