মিত্র বদলে নীতীশই হলেন বিহারের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৫:৪৪ | প্রকাশিত : ১০ আগস্ট ২০২২, ১৪:৩৪

বিজেপির সঙ্গ ছাড়ার পর অন্যদের নিয়ে মহাজোট গড়া জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) নীতিশ কুমারই ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে ফিরেছেন। বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে শপথ গ্রহণ করেন তিনি।

এ নিয়ে অষ্টমবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যটির মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ। নীতিশের সঙ্গে উপ মুখ্যমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) তেজস্বী যাদবও শপথ নিয়েছেন। তবে দুজন ব্যতিত আর কারো শথ গ্রহণের কথা জানায়নি ভারতীয় গণমাধ্যম।

মঙ্গলবার বিহারের গভর্নরের সঙ্গে দ্বিতীয় বৈঠক শেষে নীতিশ বলেন, ‘তার সঙ্গে রয়েছে সাত দলের ১৬৪ জন বিধায়ক ও এক স্বতন্ত্রের সমর্থন।

এর আগে মঙ্গলবার প্রথম বৈঠকে নীতীশসহ তার দল জেডিইউ বিজেপির জোট সরকারের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর কিছু সময় পর তিনি তেজস্বী যাদব ও আরও কয়েকটি দলের নেতাদের নিয়ে রাজ্যপালের নিকট যান। সেখানে তিনি কংগ্রেস, আরজেডি, জনতা দল ইউনাইটেডসহ ৭ দলের ‘মহাগাঁটবন্ধনকে’ সরকার গঠনে আমন্ত্রণ জানাতে বলেন।

বিহার বিধানসভায় মোট ২৪২ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার হয় মাত্র ১২১ বিধায়কের সমর্থন।

রাজ্যটিতে বর্তমানে বিজেপি’র বিধায়কের সংখ্যা ৭৭, কংগ্রেসের ১৯, আরজেডি’র ৭৯, নীতীশের জনতা দলের (জেডিইউ) ৪৪ এবং সিপিআইএমএলের ১২ জন।

বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রীর পদে থাকা নীতিশ মঙ্গলবার সকালে জানান, বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি জানতে পেরেছেন বিজেপি তার দলে ভাঙন ধরানোর চেষ্টা করছে। একই সময় তেজস্বী যাদবও রাষ্ট্রীয় জনতা দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেন। সেখানেই সিদ্ধান্ত হয় যদি নীতীশ বিজেপি ছেড়ে বিহারে নতুন সরকার গঠন করতে চায় তবে আরজেডি তাতে সমর্থন দেবে।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :