পুঁজিবাজারে ফের বড় দরপতন

প্রকাশ | ১০ আগস্ট ২০২২, ১৫:১৫

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের পুঁজিবাজারে দরপতনের প্রবাহ যেন রোধ করা সম্ভবই হচ্ছে না। ফ্লোর প্রাইস (দরপতনের সর্বোচ্চ সীমা) নির্ধারণের এক সপ্তাহ পরে আবার বড় ধরনের দরপতন ঘটেছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও হাজার কোটির নিচে অবস্থান করছে।

 ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে বুধবার ৭৯৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৮৩ কোটি ৯৭ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ১ হাজার ৮৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার পর্যালচনায় দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ২১০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ২৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির।

দেশের অপর পুজিঁবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে আজ  সার্বিক সূচক সিএসপিআই ১০৫ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এসকেএস)