আসল সংগঠকদের নিয়ে পুনর্গঠিত হোক বিসিবি: আসিফ

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৫:৩৯ | প্রকাশিত : ১০ আগস্ট ২০২২, ১৫:১৭

‘সব ফরম্যাটের বিশ্ব ক্রিকেট থেকে স্বেচ্ছায় এক বছরের বিশ্রামে যাওয়ার সময় হয়েছে বাংলাদেশের। ইনজুরি আক্রান্ত বোলাররা যেন পুরো দেশটার প্রতিচ্ছবি। বাংলাদেশ ক্রিকেটে এতো মাস্টারমাইন্ড থাকতে খেলাটা দিন দিন গোল্লায় যাচ্ছে কেন! অপেশাদার ক্রিকেট বোর্ড থেকে ভ্যাম্পায়ারদের না সরাতে পারলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত অন্ধকার দেখছি।’

‘অভিনন্দন হিডেন হিরো লিটন দাস, কোটি অপমান সহ্য শেষে পাঁচ হাজার থেকে দশ হাজারি ক্লাবে দ্রুত এন্ট্রি হোক তোমার। হিন্দু কোটায় খেলা, লিটনের ফ্ল্যাট, স্যার লিটন দাস, পণ্যে ডিসকাউন্ট দেয়াসহ নানান অপবাদের দাঁতভাঙ্গা জবাবটা প্রয়োজন ছিল, এখন তারা পাপমোচনের জন্য তোমার প্রশংসার সুযোগ খুঁজছে। তুমি বাংলাদেশ ক্রিকেটের রত্ন, ভদ্রলোকের খেলায় ঢুকে যাওয়া জংলীদের বোধগম্য হওয়ার কথা নয়।’

‘সাধারণ কোনো খেলা ক্রিকেট নয়, এটা ভদ্রলোকের খেলা, আর এখন! কুয়ার ব্যাঙগুলো হয়ে গেছে ক্রিকেট বিশেষজ্ঞ। আজ্ঞাবহ মাফিয়াদের হাতে আটক জিম্মিদশা থেকে মুক্ত হোক বাংলাদেশের ক্রিকেট। আসল সংগঠকদের নিয়ে পুনর্গঠিত হোক বিসিবি।’

গায়ক আসিফ আকবরের ফেসবুক থেকে নেওয়া

(ঢাকা টাইমস/১০ আগস্ট/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :