লেনদেনের শীর্ষে বেক্সিমকো

প্রকাশ | ১০ আগস্ট ২০২২, ১৫:৫৫

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ৬৬ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৯১ লাখ ৭১ হাজার টাকার।

শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সী-পার্ল হোটেল। কোম্পানিটি ২৬ কোটি ৯৬ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মালেক স্পিনিং, ইন্ট্রাকো সিএসনজি, কপারটেক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জ হোলসিম, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এসকেএস)