দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুর সিটি মেয়রের বিক্ষোভ

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ আগস্ট ২০২২, ১৮:০৮

তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জাতীয় পার্টির নেতারা বলেছেন, যেভাবে জ্বালানি তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে, তাতে সরকারের উন্নয়ন চাপা পড়ার পাশাপাশি জনগণের কাছে সরকারের গ্রহণযোগ্যতাও কমছে। সরকারের একের পর এক জনস্বার্থবিরোধী সিদ্ধান্তে দেশের মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে।

সমাবেশে জাতীয় পার্টির নেতারা সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকার প্রধান ছাড়া জনগণ এখন আর কারো প্রতি আস্থা রাখতে পারছেন না। ক্ষমতাসীন দলের এমপি, মন্ত্রী থেকে শুরু করে দলের সবাই এখন লুটপাটে ব্যস্ত। তাদের উন্নয়ন বুলি এখন জনগণ আর শুনতে চায় না। জনগণ এখন একটু সুখে থাকতে চায়। দেশের মানুষ এরশাদের শাসনামলের মতো সুখ খুঁজছে। বিএনপির পর এখন আওয়ামী লীগ সরকারও জনগণের চাওয়া-পাওয়া পূরণে ব্যর্থ। এ কারণে মানুষ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

এসময় আগামীতে দেশ ও জনগণের স্বার্থে যে কোনো আন্দোলন-সংগ্রামে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে রাজপথে নামতে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান পার্টির শীর্ষ নেতারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগরের সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম।

এসময় আরও বক্তব্য দেন- মহানগর জাতীয় পার্টির সহসভাপতি মোহাম্মদ টিপু সুলতান রংপুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম পাঠান, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, সদর উপজেলার সভাপতি কাজলি বেগম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, জাতীয় যুব সংহতির মহানগর সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কাদেরী শান্তি, জাতীয় ছাত্র সমাজের মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছোট্ট প্রমুখ।

সমাবেশ শুরুর আগে সকালে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে পার্টির নেতারা বক্তব্য দেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জাতীয় পার্টির মহানগর ও জেলার নেতাকর্মীরা ছাড়াও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :