কুয়াকাটায় জেলের জালে ৪টি পাখি মাছ, ১৩ হাজারে বিক্রি

আব্দুল কাইয়ুম, কুয়াকাটা (পটুয়াখালী)
 | প্রকাশিত : ১০ আগস্ট ২০২২, ১৮:১৪

পটুয়াখালীর কুয়াকাটা এবার জেলেদের জালে ধরা পড়লো ৪টি পাখি মাছ বা সেইল ফিশ।

মঙ্গলবার রাতে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এই মাছ চারটি নিয়ে আসেন এফবি, মা-বাবার দোয়া ট্রলারের মাঝি আবু কালাম আকন।

তিনি বলেন, আমরা গভীর সাগরে ৭ দিন ফিশিং করে আসছি। তিন দিনের মাথায় চারটি পাখি মাছ আমাদের জালে ধরা পড়েছে। অনেক রোলিং তাই সাগরের টিকতে পারি না। পরে আমরা আলিপুর মৎস্য বন্দরে চলে আসি। বন্দরের আল-আমীন নামের এক আড়ৎদার মাছগুলো কিনে রাখেন।

বুধবার সকালে মাছগুলো দেখতে অনেকে ভিড় জমায়। পাখি মাছ চারটি বিক্রি হয় ১৩ হাজার টাকায়।

স্থানীয় জেলে কালাম বলেন, এই মাছের নাম আমরা জেলেরা গোল পাতা মাছ বলি। কেউ আবার বলে পাখি মাছ। এই মাছগুলো তেমন বেশি দেখতে পাই না। যে দু-একটা আমাদের জালে ধরা পড়ে তা আমরা বেশি টাকায় বিক্রি করি।

আড়তদার আল-আমীন জানান, এই মাছগুলো বেশ দ্রুত গতিসম্পন্ন। তাই অনেকে পাখি নামেও চিনে থাকেন। বছরের এই মৌসুমে মাছগুলো জেলেদের জালে ধরা পড়ে। বেশ সুস্বাদু হওয়ায় এই মাছের চাহিদা অনেক। মঙ্গলবারের মাছ চারটি ১৩ হাজার টাকায় কিনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছি, আশা করছি ভালো দাম পাবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ার দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে, এর ইংলিশ নাম সেইল ফিশ।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :