মেঘনায় সাড়ে ৩ হাজার বস্তা চিনিসহ ডুবেছে ট্রলার, কার এই সর্বনাশ?

প্রকাশ | ১০ আগস্ট ২০২২, ১৮:৪৮ | আপডেট: ১০ আগস্ট ২০২২, ১৮:৫১

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস

মেঘনা নদীতে একটি চিনি বোঝাই ট্রলার ডুবে গেছে। বুধবার সকাল ১০টায় নদীর হিজলা উপজেলার কাইছমা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ চন্দ্র দে এ তথ্য  জানিয়েছেন।

তিনি জানান, এমভি ফারহান-ফাহিম নামের একটি ট্রলার নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ৩ হাজার ৭২০ বস্তা চিনি নিয়ে ভোলার উদ্দেশে রওনা দেয়। নদীতে পানি বেড়ে যাওয়ায় ট্রলার চালক ডুবোচর খেয়াল করেনি। ট্রলারটি একটি ডুবোচরে উঠিয়ে দেয়। এতে ট্রলারটির তলা ফেটে কাত হয়ে পড়ে। নদীতে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের আঘাতে কাত হওয়া ট্রলারে পানি ঢুকে ডুবতে থাকে। তখন টহলরত নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রলারে থাকা পাঁচজন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

পরিদর্শক বিকাশ চন্দ্র দে আরও জানান, স্থানীয় জেলে নৌকা ডেকে এনে ট্রলার থেকে ৩০০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। বাকি ৩ হাজার ৪২০ বস্তাসহ ট্রলারটি ডুবে গেছে।

পরিদর্শক বলেন, ওই চিনি ভোলার হোসেন ট্রেডার্সের। তারা ঘটনাস্থলে এসেছে। ট্রলার উদ্ধারের চেষ্টা শুরু করেছে বলে জানিয়েছেন পরিদর্শক বিকাশ চন্দ্র দে।

তিনি আরও জানান, ফ্রেশ কোম্পানির ওই চিনির ক্রেতা ছিলেন ভোলার হোসেন ট্রেডার্স। ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১০টাইমস/এআর)