লক্ষ্মীপুরে বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
প্রকাশ | ১১ আগস্ট ২০২২, ০৯:২২ | আপডেট: ১১ আগস্ট ২০২২, ০৯:৪২

লক্ষ্মীপুরে এক বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা ছিনতাই করার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা আহত বিক্রয় প্রতিনিধি ইয়াছিন আরাফাত রনিকে (২৫) উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বুধবার বিকালে জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর গ্রামের বেলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার বিকেলে জেটিআই কোম্পানির সিগারেট বিক্রয় প্রতিনিধি তার সাইকেল ভ্যান নিয়ে যাওয়ার পথে তিনজন ছিনতাইকারি তার গতিরোধ করে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তিনি টাকা দিতে না চাইলে ছিনতাইকারিরা তার হাতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।
এ বিষয়ে ঘটনার দিন রাতে জেটিআই এর চন্দ্রগঞ্জ ডিপো ম্যানেজার জীবন বণিক বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাত তিন ছিনতাইকারির বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
(ঢাকাটাইমস/১১আগস্ট/এসএম)