জেএমবির রংপুর বিভাগীয় সামরিক শাখা প্রধানের সহযোগী আফজাল গ্রেপ্তার

প্রকাশ | ১১ আগস্ট ২০২২, ১৪:৪২ | আপডেট: ১১ আগস্ট ২০২২, ১৪:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির রংপুর বিভাগের সামরিক শাখা প্রধানের অন্যতম সহযোগী আফজাল হোসেন লিমনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে নরসিংদীর মাধবদী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আফজাল হোসেনের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তিনি দীর্ঘ সাত বছর ধরে পলাতক ছিলেন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত।

এটিইউ জানায়, জেএমবির রংপুর বিভাগের সামরিক শাখা প্রধান জাহাঙ্গীর হোসেন রাজিব গান্ধী এবং দাওয়াহ শাখার প্রধান সাদ রতনের একান্ত সহযোগী ছিলেন গ্রেপ্তার আফজাল।

আফজাল হোসেন লিমন ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জের বুজরুক বোয়ালিয়া শিল্পপাড়া এলাকায় জেএমবির কয়েকজন সক্রিয় সদস্য নিয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী এবং নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। এসময় থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালে আসামি আফজাল হোসেন লিমন কৌশলে পালিয়ে যান। দীর্ঘ ১৭ বছর ধরে নরসিংদীসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। তিনি জঙ্গিবাদের মাধ্যমে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

আফজাল ২০১৪ সাল থেকে গাইবান্ধায় জেএমবির দাওয়াহ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৬ সালে আফজাল হোসেন চট্টগ্রামে ‘হিজরত’ করে নাশকতার পরিকল্পনা করেছিলেন। এটিইউ তার বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিলেন।

ঢাকাটাইমস/১১আগস্ট/এসএস/এমআই/এফএ)