সিয়েরা লিওনে বিক্ষোভে ছয় পুলিশসহ নিহত ২৭

প্রকাশ | ১১ আগস্ট ২০২২, ১৭:২৯ | আপডেট: ১১ আগস্ট ২০২২, ২৩:৫৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

সিয়েরা লিওনের উত্তর ও দক্ষিণ শহরে জ্বালানিসংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ছয় পুলিশসহ ২৭ জন নিহত হয়েছেন।

১১ আগস্ট (বৃহস্পতিবার) বার্তা সংস্থা রয়টার্স দেশটির পুলিশ প্রধানের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশটি মুদ্রাস্ফীতি এবং জ্বালানি সংকটে ভুগছে। চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থতার জন্য দেশটির ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে সাধারণ জনগণ।

গত বুধবার (১০ আগস্ট) দেশটিতে ইন্টারসেবা বন্ধ করে দেওয়া হয়। আর বিক্ষোভ প্রশমনে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত কারফিউ জারি করেছে ক্ষমতাসীন সরকার।

সিয়েরা লিওনের অধিকাংশ মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। সম্প্রতি জ্বালানিসংকট ও নিত্যপণ্যের দাম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। একারণে দেশটির জনগণ বিক্ষোভ করছে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/আরআর)