গরু পাচার মামলায় পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেপ্তার

প্রকাশ | ১১ আগস্ট ২০২২, ১৮:০৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে বোলপুরের নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে অভিযান চালায় সিবিআই কর্মকর্তারা। সেখান থেকেই তাকে আটক করা হয়।

তদন্তে অসহযোগিতার অভিযোগে গরুপাচার মামলায় আটক হয়েছেন রাজ্যের বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

এক বিবৃতিতে সিবিআই জানায়, ২০২০ সালের ২১ সেপ্টেম্বর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দেশটির দুর্নীতি দমন শাখায় একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তার করা হয় অনুব্রত মণ্ডলকে।

বৃহস্পতিবার সকালে বোলপুরে নিজের বাড়ি থেকে আটকের পর অনুব্রতকে প্রথমে আসানসোল ইএসআই হাসপাতালে নিয়ে যায় সিবিআই। সেখান থেকে তাকে ইসিএল-এর গেস্ট হাউজে নেওয়া হয়। সেখানেই অনুব্রতর মেডিকেল পরীক্ষা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/আরআর)