বনশিল্প উন্নয়নের পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ | ১১ আগস্ট ২০২২, ১৯:১২

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বর্তমানে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক  মো. সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন। দুদকের উপ পরিচালক (জনসংযোগ) মু. আরফি সাদেক মামলার বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, সাজ্জাদুল ইসলাম জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৫ লাখ ৫৯ হাজার ১১১ টাকার সম্পদ অবৈধভাবে  অর্জন করে তা ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেন।

মামলার অনুসন্ধানে বলা হয়, আসামি সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা পাওয়া যায়। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে যে সম্পদের হিসাব  দাখিল করেছেন তা তার বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এসআর/কেএম)