পদ্মায় গোসলে নেমে এক শিশুর মৃত্যু, আরেকজন নিখোঁজ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০২২, ২২:৩১

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আরাফাত (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে আব্দুর রহিম (১০) নামে আরেক শিশু।

বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে উপজেলার কাঁঠালবাড়ির চরচান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাত আটটা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহানুর আলী।

তি‌নি জানান, দুপুরের পরে সাতজন শিশু একসাথে পদ্মায় গোসল করতে নামে। এ সময় তীব্র স্রোতের টানে দুজন শিশু পানিতে তলিয়ে যায়। বাকি পাঁচজন সাঁতরে উঠতে পারলেও ওরা নিখোঁজ হয়ে যায়। পরে বিষয়টি জানালে ঘটনাস্থলে নৌ-পুলিশ গিয়ে স্থানীয় ডুবুরি দিয়ে তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে সন্ধ্যার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আরেক শিশু এখনো নিখোঁজ রয়েছে।

স্থানীয়রা জানায়, গোসল করার সময় পা‌শে থাকা এক‌টি বালুবাহী বাল্কহেডে বালু ভ‌র্তি করা হ‌চ্ছিল। এসময় স্রোতের টানে দুই শিশু বাল্কহেডের নিচে চলে যায়। পরে আরাফাত নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। তবে আব্দুর রহিম নামে আরেক শিশু এখনো নিখোঁজ রয়েছে।

নিহত আরাফাত চরজানাজাত এলাকার রহিম হাওলাদারের ছেলে এবং চরচান্দা এলাকার একটি মাদ্রাসার ছাত্র তারা।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :