সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে পৌঁছেছেন গোতাবায়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২২, ১১:৪০

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সিঙ্গাপুরের দ্য স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরে গোতাবায়ার ভিসার মেয়াদ শেষ হওয়ার দিন ছিল। একারণে গতকালকেই তিনি সিঙ্গাপুর ত্যাগ করেন।

গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) স্থানীয় সময় রাত ৮ টায় সস্ত্রীক ব্যাংককে পৌঁছেন গোতাবায়া। এর ৪০ মিনিট পর তাদেরকে বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

তবে সাময়িক সময়ের জন্য গোতাবায়া ব্যাংককে অবস্থান করবেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

গত বুধবার থাইল্যান্ডের তথ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গোতাবায়াকে আশ্রয় দেওয়ার জন্য শ্রীলঙ্কার বর্তমান সরকারের পক্ষ থেকে তারা অনুরোধ পেয়েছেন। শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মধ্যে দীর্ঘ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। গোতাবায়ার কূটনৈতিক পাসপোর্ট রয়েছে। একারণে ভিসা ছাড়াই ৯০ দিন থাইল্যান্ডে অবস্থান করতে পারবেন গোতাবায়া। গোতাবায়া রাজনৈতিক শরণার্থী হিসেবেও আশ্রয় চাননি।

এছাড়া, গত বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রযুত চান-ও-চা বলেন, গোতাবায়াকে মানবিক কারণে আশ্রয় দেওয়া হচ্ছে। আর ব্যাংককে অবস্থানকালীন গোতাবায়া কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

শ্রীলঙ্কার জনগণের তীব্র বিক্ষোভের মুখে গত ১৪ জুলাই দেশত্যাগ করেন গোতাবায়া। পরে সিঙ্গাপুরে তাকে ১৪ দিনের শট-টার্ম ভ্রমণ ভিসা দেওয়া হয়। এর পরে ভিসার মেয়াদ আরও বৃদ্ধি করা হয়।

(ঢাকাটাইমস/১২আগস্ট/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইউক্রেন-ইসরায়েলের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দিল মার্কিন সিনেট 

ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আটক

লোহিত সাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৩

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি 

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ 

এই বিভাগের সব খবর

শিরোনাম :