ফতুল্লায় বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবি

ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটের কাছে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। তবে কোনো যাত্রী নিখোঁজের খবর পাওয়া যায়নি। ট্রলারে থাকা ২১ যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন বলে জানিয়েছেন ট্রলারচালক ও যাত্রীরা।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
ট্রলারচালক আমজাদ হোসেন জানান, বক্তাবলী ওপারের ঘাট থেকে অন্তত ২০ থেকে ২১ জন বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী নিয়ে নদী পার হচ্ছিলাম। কিছুক্ষণ আসার পর আলী মিয়া নামে এক যাত্রীকে ট্রলারটি চালাতে দিয়ে আমি ভাড়া আদায় করতে যাই। তখন ট্রলারটি প্রায় এপারের ঘাটের কাছে এসে পড়েছে। ঠিক তখনই ঢাকা থেকে মুন্সিগঞ্জগামী একটি বাল্কহেড এসে আমাদের ট্রলারের মাঝখান দিয়ে ধাক্কা দেয়। ট্রলারটি এ সময় ডুবে যায়। সব যাত্রী সাঁতরে নদীর তীরে উঠে পড়েছে বলে শুনেছি।
ট্রলারে থাকা যাত্রী রমজান মিয়া বলেন, ট্রলারে যারা ছিলেন সবাই আমার পরিচিত। তাদের সাঁতরে তীরে উঠতে দেখেছি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লা আল আরেফীন বলেন, আমাদের দুটি টিম নদীতে তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত নিখোঁজের বিষয়ে কেউ দাবি করেনি। এরপরও আমাদের লোকজন নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
(ঢাকাটাইমস/১২আগস্ট/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

প্রতিবন্ধী রাসেলকে নতুন ভ্যান উপহার কেএমপি কমিশনারের

ঝিনাইদহে বিপুল পরিমাণ মাদকসহ দুজন আটক

পাবনার ‘শীর্ষ মাদক কারবারি’ শাহিনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা

উন্নয়নের স্বার্থে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে ভারত: হাইকমিশনার

ফরিদপুরে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে আ.লীগের বর্ধিত সভা

চাটখিলে খামারির স্বপ্ন পুড়ে ছাই

লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫এ২-এর অক্টোবর সেবা কর্মসূচি

ঘাটাইলে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধুর দর্শন বর্তমান বিশ্বের সন্ত্রাসবাদ দমনে সহায়ক হবে: প্রণয় ভার্মা
