‘আশীর্বাদ’-এর সঙ্গে নেই রোশান-মাহি, নানা প্রশ্ন

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২২, ১৪:৫৬
সিনেমার চুক্তি স্বাক্ষরের সময় পরিচালক ও প্রযোজকের সঙ্গে রোশান এবং মাহি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত নতুন সিনেমা ‘আশীর্বাদ’-এর মুক্তির তারিখ ঘোষণা করা হলো বৃহস্পতিবার। এদিন সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে ‘প্রেস দ্য মিট’ আয়োজন করে সিনেমাটির প্রযোজক তাহেরা জেনিফার ফেরদৌস জানান, আগামী ১৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আশীর্বাদ’।

পরিচালক-প্রযোজক ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ নির্মাতা ও চিত্রনাট্যকার দেলোয়ার জাহান ঝন্টু, প্রযোজক মো. ইকবাল এবং ‘আশীর্বাদ’ সিনেমার কয়েকজন কলাকুশলী। তবে সেখানে দেখা মেলেনি সিনেমার মূল আকর্ষন অর্থাৎ, নায়ক-নায়িকা জিয়াউল রোশান ও মাহিয়া মাহির। কেন আসেননি তারা? এ নিয়ে ‘মিট দ্য প্রেস’-এ প্রশ্নের মুখে পড়েন প্রযোজক জেনিফার ফেরদৌস।

জবাবে প্রযোজক বলেন, ‘নায়ক-নায়িকা যখন নিজেদের সিনেমার প্রচার করে না, তখন আমরা তো আর জোর করে করাতে পারি না। নিজের সিনেমার ভালো না বুঝলে আমাদের কিছু করার নেই। সিনেমার প্রচার না করলে একসময় তারা মাইনাস হয়ে যাবে। আমার আর কিছু বলার নেই। আশা করছি, নির্মাণ এবং গল্পের জন্য আমার সিনেমাটি ভালো চলবে।’

নায়ক-নায়িকা কেন নিজেদের সিনেমার মিট দ্য প্রেসে এলেন না, এ প্রসঙ্গে জানতে রোশান এবং মাহির সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কারও সাড়া মেলেনি।

‘আশীর্বাদ’ মডেল ও উপস্থাপিকা জেনিফার ফেরদৌস প্রযোজিত প্রথম সিনেমা। এর জন্য ২০১৯-২০ অর্থ বছরে তিনি সরকারি অনুদান পেয়েছেন। প্রযোজনার পাশাপাশি এর গল্প এবং চিত্রনাট্যও লিখেছেন জেনিফার ফেরদৌস। ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘এটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমা। গল্পের জন্য হলেও সবার প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখা উচিত।’

পরিচালক মোস্তাফিজুর মানিক জানান, ‘সিনেমায় সত্তর দশকের ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটি ধাপ রয়েছে। গল্পটি চমৎকার। মুক্তিযুদ্ধ ও অটিজম নিয়ে এর গল্প। গল্পটি পড়ে আমি কেঁদেছিলাম। এটি বড় বাজেটের সিনেমা না হলেও গল্পই এর প্রাণ। গল্পই প্রেক্ষাগৃহে দর্শক ধরে রাখবে। আশা করি, সিনেমাটি সবার মন ছুঁয়ে যাবে।’

মুক্তিযুদ্ধভিত্তিক এ সিনেমায় জিয়াউল রোশান ও মাহিয়া মাহি ছাড়াও অভিনয় করেছেন নির্মাতা কাজী হায়াৎ, অভিনেত্রী রেহানা জোলি, রেবেকা, শাহনূর, অরণ্য বিজয়, হারুন রশিদ, সায়েম আহমেদ, সীমান্ত, শিশুশিল্পী জেনিলিয়া, আরিয়ানসহ অনেকে। এ সিনেমার সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। ‘আশীর্বাদ’ সবার আশীর্বাদ নিয়েই এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা নির্মাতাদের।

(ঢাকা টাইমস/১২ আগস্ট/এলএম/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :