বগুড়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২২, ১৫:৪৮

বগুড়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়।

বিইউজের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জিয়াউল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বিএফইউজের নির্বাহী পরিষদের সদস্য প্রদীপ ভট্টাচার্য্য শংকর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের যে কোনো কর্মকাণ্ডের যৌক্তিক সমালোচনা করলে কোনো সমস্যা সৃষ্টি হয় না। কিন্তু অপপ্রচার করলে তা দেশবিরোধী। এমন কর্মকাণ্ড মোকাবিলায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে নিবেদিত। কিন্তু গণমাধ্যমে কর্মরত কিছু ব্যক্তি অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াতে তৎপর। এটা দেশর উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার সামিল। বর্তমান সরকার মনে করে সাংবাদিকদের জীবনমানের উন্নয়ন অত্যন্ত জরুরি। এ কারণে কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছে। যে কোনো সংকটে সাংবাদিকরা এখান থেকে সহায়তা পেতে পাড়েন।

অনুষ্ঠানে বগুড়া সাংবাদিক ইউনিয়নের ৮ সদস্যকে ৮ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। তারা হলেন, মুরশীদ আলম, আমিনুর রহমান মোহন, ফরহাদুজ্জামান শাহী, রাজু আহম্মেদ, বিধান চন্দ্র সিংহ, হাফিজা বীনা, আমজাদ হোসেন মিন্টু ও শফিউল আযম কমল এবং শিবগঞ্জ উপজেলায় কর্মরত কামরুজ্জামান ও গাবতলীতে কর্মরত আল আমিন মন্ডল।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এসএম)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :