দেশে বোমা হামলা চালাতে বিদেশে টাকা জোগাড় হচ্ছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ আগস্ট ২০২২, ২২:৪০ | প্রকাশিত : ১২ আগস্ট ২০২২, ২১:১৩

ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে কিছু বাংলাদেশি টাকা সংগ্রহ করছে। প্রচুর টাকা ইতোমধ্যে দেশে ঢুকে গেছে। বাংলাদেশে বোমা হামলার ঘটনা ঘটাতে এ টাকাগুলো জোগাড় হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বলেন, ‘বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র হচ্ছে। আগামী এক থেকে চার মাসের মধ্যে তারা দেশকে অস্থিতিশীল রাষ্ট্র প্রমাণে প্রচণ্ড শক্তি ব্যবহার করবে।’

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ এলজিইডি ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘দেশের মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। সামনে খুব কঠিনভাবে জবাব দেওয়া হবে। যতই গর্তে লুকিয়ে যান, যত গভীরেই যান, গর্তের ভেতর হাত ঢুকিয়ে বিষাক্ত সাপগুলোকে বের করা হবে।’

দেশে ও বিদেশে যারা ষড়যন্ত্র করছেন, ভাবছেন সফল হবেন তাদের উদ্দেশে তিনি বলেন, ‘শয়তান সারাজীবন শয়তানি করে যাবে কিন্তু সে সৃষ্টিকর্তার সঙ্গে পারে না। আপনারাও পারবেন না কারণ শেখ হাসিনার ওপর আল্লাহর রহমত আছে।’

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন আহমেদ, এলজিইডির নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপ্ন, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু প্রমুখ।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :