প্রযোজক জেনিফারের বিরুদ্ধে এবার মুখ খুললেন মাহি

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২২, ২১:৩১

আগামী ১৯ আগস্ট মুক্তি পাচ্ছে সরকারি অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’। এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজারের একটি রেস্টুরেন্টে ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করে নির্মাতা কর্তৃপক্ষ। সেই অনুষ্ঠানে এবং বিভিন্ন সময়ে সিনেমার নায়ক-নায়িকা জিয়াউল রোশান এবং মাহিয়া মাহিকে নিয়ে নানা অভিযোগ করেন প্রযোজক তাহেরা জেনিফার ফেরদৌস।

ইতোমধ্যে সে সব অভিযোগের পাল্টা দিয়েছেন সময়ের ব্যস্ত নায়ক রোশান। এবার মুখ খুললেন মাহিয়া মাহি। এই নায়িকার বিরুদ্ধে প্রযোজক জেনিফারের অভিযোগ ছিল, মাহি নাকি নারকেল তেল এনে না দেওয়ায় শুটিং করতে চাননি এবং এ ঘটনায় একজন প্রোডাকশন বয়কে নাকি তিনি শুটিং সেট থেকে বের করে দিতে বাধ্য করেছিলেন।

ওই অভিযোগের কথা উল্লেখ করে গণমাধ্যমের কাছে মাহির দাবি, ‘বিষয়টি পুরোটাই মিথ্যা।’ সেদিনের ঘটনা জানিয়ে নায়িকা বলেন, ‘সেদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুটিং করছিলাম। শুটিংয়ের কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। এর কিছুক্ষণ পরেই আমাদের শট ছিল মাঠে। বৃষ্টির কারণে মাঠ অনেকটাই ভেজা ছিল।’

মাহি জানান, ‘সেই অবস্থায় শুটিং করতে গিয়ে আমার এলার্জির কারণে শরীরে চুলকানি শুরু হয়। আমি তখন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করি। আমাদের প্রোডাকশনে মেয়ে বলতে আমরা দুজনই ছিলাম। কাউকে তেমন ভাবে কিছু বলতেও পারছিলাম না। এমন অবস্থায় আমার সহকারী বলল নারিকেল তেল দিতে। কিন্তু আশাপাশে তেমন কোনো দোকান ছিল না। বেশ বেকায়দায় পড়ে যাই। তখন বেশ কয়েকবার আমার সহকারী সেই প্রোডাকশন বয়কে একটু তেলের ব্যবস্থা করে দিতে বললে সে রেগে যায়। বলে, ম্যাডামের জন্য আগে গরুর মাংসের ব্যবস্থা করি, তারপর অন্য সব।’

মাহি বলেন, ‘একটা মানুষ মারা যাচ্ছে আর অন্যজন গরুর মাংস খাবে, সেটা কী করে হয়? মানবতা বলতেও তো একটা কথা থাকে।’ অভিনেত্রীর অভিযোগ, ‘শুধু আমি নই, আমাদের অনেক আর্টিস্টদের কোনো সম্মান করা হয়নি শুটিং সেটে।’

মাহি আরও বলেন, ‘ছবিটি সরকারি অনুদানের। তাই আমরা আর্টিস্টরা অনেক কম পারিশ্রমিক নিয়েছি। কিন্তু সেই তুলনায় আমরা সম্মান পাইনি। একটা সিনেমা আমার সন্তানের মত। অথচ আমার চোখের সামনে সেই সন্তানটি মারা যাচ্ছে। এটা আমি সহ্য করতে পারবো না।’

ছবির মুক্তির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন মাহি। বলেন, ‘কিছুদিন আগে এক সাংবাদিক আমাকে কল দিয়ে বলছে ছবিটি ১৯ আগস্ট মুক্তি পাচ্ছে। আমি বললাম কোন সিনেমা? সে বলল, ‘আশীর্বাদ’। তার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। কারণ আমি ছবির নায়িকা, অথচ সেটির মুক্তির ব্যাপারে আমিই কিছু জানি না।’

শুধু তাই নয়, ছবির প্রচারণা কীভাবে কী হবে সে বিষয়েও কেউ তাকে কিছুই জানায়নি বলে অভিযোগ করেন মাহি। নায়িকা বলেন, ‘সবকিছু মিলিয়ে আমি বেশ বিরক্ত। এই ছবির নির্মাতা সব কিছু জানেন শুটিংয়ে কী হয়েছে। তিনি যদি বলেন আমার বিরুদ্ধে অভিযোগগুলো সত্য, তবে আমি সব মাথা পেতে নেব।’

এর আগে এই সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌসকে অপেশাদার হিসেবে উল্লেখ করেন চিত্রনায়ক রোশান। তিনি বলেন, ‘প্রযোজকের মধ্যে পেশাদারিত্বের কোনো ব্যাপারই নেই। তিনি এই সিনেমার শুটিং থেকে শুরু করে শেষ পর্যন্ত অপেশাদার আচরণ করে গেছেন। শিল্পীদের সঙ্গে যথার্থ ব্যবহার করেননি। এমনকি শুটিং ইউনিটে শিল্পীদের খাবার নিয়েও কষ্ট দিয়েছেন।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার মগবাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘মিট দ্য প্রেস’-এ প্রযোজক-পরিচালক দাওয়াত করেননি রোশান এবং মাহিকে। এর কারণে সম্পর্কে রোশান জানান, ‘সিনেমার পোস্টার ফেসবুকে শেয়ার না করায় তাদের দাওয়াত করা হয়নি। পোস্টারটি কেন শেয়ার করেননি প্রশ্নে রোশান বলেন, পোস্টারটি নিম্নমানের। সেটি তৈরিতে তার বা মাহির মতামত নেওয়া হয়নি।

উল্লেখ্য, ‘আশীর্বাদ’ জেনিফার ফেরদৌস প্রযোজিত প্রথম সিনেমা। ২০১৯-২০ অর্থবছরে এটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এর বিভিন্ন চরিত্রে রোশান এবং মাহি ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা, শাহনূর, অরণ্য বিজয়, হারুন রশিদ, সায়েম আহমেদ, সীমান্তসহ অনেকে।

(ঢাকা টাইমস/১২ আগস্ট/এলএম/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :