নিউইয়র্কে বিতর্কিত লেখক সালমান রুশদিকে ছুরিকাঘাত

অনলাইন ডেস্ক
| আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৯:৫৪ | প্রকাশিত : ১২ আগস্ট ২০২২, ২১:৪২

দ্য স্যাটানিক ভার্সেস- এর রচয়িতা ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলার ঘটনা ঘটেছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের এক মঞ্চে তাঁকে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দ্য স্যাটানিক ভার্সেস লেখার পর থেকেই নিয়মিত প্রাণনাশের হুমকি পেতে থাকেন এই লেখক।

এই লেখক আক্রমণাত্মক রচনার জন্য সমালোচিত। তার লেখায় মুসলমানদের অমূলক নিন্দা ও নবী মুহাম্মদ (সা.)-এর কুৎসা রটনা করার অভিযোগ রয়েছে। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে সালমান রুশদির লেখা নিয়ে নানা সময়ে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে এবং ইরান তার বিরুদ্ধে চরম ফতোয়াও দিয়েছে। ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করে। এরপর তিনি দেশান্তরি হন। বাস করতে থাকেন নিউইয়র্কে।

বিবিসি জানায়, নিউইয়র্কের মঞ্চে চৌতাকুয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বুকার পুরস্কার বিজয়ী এই লেখক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা এক লোককে মঞ্চে দৌড়াতে দেখেছেন। ব্যক্তিটি রুশদির সঙ্গে পরিচিত হতে গিয়ে তাকে ঘুষি বা ছুরিকাঘাত করতে দেখা গেছে।

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনার পরপরই মঞ্চে ছুটে আসছেন অংশগ্রহণকারীরা।

ঘটনাস্থল থেকে হামলাকারীকে আটকে রাখা হয়েছে বলে জানা গেছে।

তবে রুশদির বর্তমান অবস্থা সম্পর্কে জানা যায়নি।

ভারতীয় বংশোদ্ভূত ঔপন্যাসিক ১৯৮১ সালে মিডনাইট চিলড্রেন দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। এই বইটি শুধু যুক্তরাজ্যেই দশ লাখের বেশি কপি বিক্রি হয়েছিল।

(ঢাকাটাইমস/১২আগস্ট/কেএম/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :