আন্দোলনের নামে দেশে নৈরাজ্য করলে প্রতিহত করব: বাহাউদ্দিন নাছিম

প্রকাশ | ১৩ আগস্ট ২০২২, ১০:২৩ | আপডেট: ১৩ আগস্ট ২০২২, ১১:০৬

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশে কোনো নৈরাজ্য সৃষ্টি করলে শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বলেন, ‘যে কোনো নৈরাজ্য প্রতিহত করব।’

শুক্রবার সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে মাদারীপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান সরাসরি জড়িত বলে মন্তব্য করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘পঁচাত্তর পরবর্তীতে বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রীয়ভাবে দেশ-বিদেশে পুনর্বাসন করেছে খুনি জিয়া।’

বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র তৈরি করেছে জাসদ ও গণবাহিনী এমন ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা বঙ্গবন্ধুর আদর্শকে মেনে নিতে পারেনি, সেই তথাকথিত বিপ্লবীরা একটি বাহিনী তৈরি করে রাতের অন্ধকারে খুন, ডাকাতি আর আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে।’

ছাত্রলীগের তরুণ প্রজন্মকে জাসদ ও গণবাহিনীর ইতিহাস সম্পর্কে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এসএম)