মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে নিহত ১১

প্রকাশ | ১৩ আগস্ট ২০২২, ১১:৫২ | আপডেট: ১৩ আগস্ট ২০২২, ১১:৫৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

মন্টিনিগ্রোতে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়া, আহত ৬ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবিসি জানায়, শুক্রবার রাজধানী পোডগোরিকার কাছের শহর সিটিনজেতে এ হামলার ঘটনা ঘটে।

ওই হামলাকারী আশেপাশের পথচারীদের ওপর এলোপাথাড়ি গুলি চালান। পথচারীদের উপর হামলার আগে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করে।

ওই বন্দুকধারীর সঙ্গে গোলাগুলিতে একজন পুলিশ কর্মকর্তাসহ আরও ৬ জন আহত হয়েছেন। ৩৪ বছর বয়সী ওই বন্দুকধারী এক বেসামরিক নাগরিকের গুলিতে প্রাণ হারায়। বন্দুকধারীসহ মোট ১২ জন নিহত হয়েছেন।

হামলাকারী কী কারণে পথচারীদের উপর হামলা চালিয়েছে তার উদ্দেশে সম্পর্কে জানা যায়নি।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/আরআর)