রুশদিকে ছুরিকাঘাতকারী কে এই হাদি?

প্রকাশ | ১৩ আগস্ট ২০২২, ১৬:০৪ | আপডেট: ১৩ আগস্ট ২০২২, ১৬:১০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদিকে ছুরিকাঘাতকারীর নাম হাদি মাতার।

প্রাথমিক তদন্তে নিউ ইয়র্ক পুলিশ জানায়, হাদি শিয়া মতাবলম্বী। তার জন্ম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হলেও তিনি ইরানি বংশোদ্ভূত।

পুলিশের ধারণা, হাদি মাতার একাই রুশদিকে হত্যার পরিকল্পনা করেছিলেন। তবে কীভাবে তিনি অনুষ্ঠানের প্রবেশপত্র জোগাড় করেছিলেন তা জানার চেষ্টা করেছে গোয়েন্দারা।

শুক্রবার রাতেই নিউ জার্সিতে হাদির বাড়িতে তল্লাশি চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। পরে সেখান থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়। হাদি ভুয়া নথিপত্রের সাহায্যে ড্রাইভিং লাইসেন্স নিয়েছিলেন বলেও প্রাথমিক তদন্তে উঠে আসে।

রুশদির শারীরিক পরিস্থিতির কারণে হাদির বিরুদ্ধে এখনও পুলিশের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, হাদি মাতার ইরানের সরকারকে সমর্থন করে। সে তার ফেসবুক পোস্টে আয়াতুল্লাহ খোমেনির ছবি পোস্ট করেছিল।

১৯৮৯ সালে খোমেনি রুশদির বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/আরআর)