নিত্যপণ্যের দাম বেশি নেওয়ায় মোহাম্মদপুরে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২২, ১৬:২৭

রাজধানীতে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, পণের দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাতটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট এক লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোহাম্মদপুর টাউন হল বাজার ও কৃষি মার্কেট পাইকারি বাজারে এ অভিযান হয়।

শনিবার সকাল ১১টায় শুরু হয়ে দুপুর আড়াইটায় শেষ হয় অভিযান। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস ও রজবী নাহার রজনী এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে খুচরা বাজারে গিয়ে দেখা যায়, চালের খুচরা বাজারে বিভিন্ন দোকানে বিক্রয়মূল্য প্রদর্শন করা হয়নি। এছাড়া প্রদর্শিত বিক্রয়মূল্যের সঙ্গে তাদের বিক্রয় ভাউচারের গরমিল পাওয়া যায়। এছাড়া বিভিন্ন দোকান পাকা রশিদ দেখাতে ব্যর্থ হয়। অনেকের পাকা রশিদের লিখিত বর্ণনার সঙ্গে বিক্রয় রশিদের মিল পাওয়া যায়নি। তাছাড়া সবজি বাজারে গিয়ে দেখা যায় বিভিন্ন সবজি ক্রয়মূল্য থেকে অতিরিক্ত বেশি মূল্যে বিক্রি করছেন।

পরবর্তীতে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা মোহাম্মদপুর কৃষি মার্কেট পাইকারি আড়তে গিয়ে চালের পাইকারি আড়তে দেখেন, বিভিন্ন দোকান পাকা রশির সংরক্ষণ করেননি। এছাড়াও পাকা রশিদের ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের ব্যাপক গরমিল পাওয়া যায় সেজন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে খোলা সয়াবিন তেলের পাইকারি দোকানে গিয়ে দেখা যায় এক লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা দাম ১৬৬ টাকা থাকলেও তারা ১৬৮ টাকা ২০ পয়সা বিক্রয় করছে। এজন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/একে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :