ছাত্রলীগ-যুবলীগের পৈশাচিকতা নিয়ন্ত্রণের বাইরে: ছাত্রদল

প্রকাশ | ১৩ আগস্ট ২০২২, ১৮:২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা তাদের চিরাচরিত বিকৃত পৈশাচিকতা নিয়ন্ত্রণ করতে পারছে না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন।

বিবৃতিতে নেতারা বলেন, ‘সন্ত্রাসী সংগঠনের মতো এই সংগঠনগুলো সংগঠনের সকল ঐতিহ্য ও সাংগঠনিক সকল রীতিনীতি ভুলে গিয়ে সরকারের মদদে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিশ্ব যখন মানবতার স্লোগানে উদ্বেলিত, ছাত্রলীগ-যুবলীগ তখন কোপাকুপিতে ব্যস্ত।’

বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করে বলেন,  ছাত্রদলের গৌরনদী পৌরসভার আহবায়ক মোঃ রাসেল হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ও সাবেক ছাত্রদল নেতা জসিম শরীফের বাড়িঘরে তাণ্ডব চালায় স্থানীয় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের একটি সশস্ত্র বাহিনী। দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘরবাড়ি তছনছ করে দেয়। এতে বাড়িঘরের ব্যপক ক্ষতি হয়।  ছাত্রলীগ-যুবলীগের এমন তাণ্ডবের বিরুদ্ধে তীব্র ঘৃণা জানায় ছাত্রদল।

ছাত্রদলের শীর্ষনেতারা ঐক্যের আহ্বান জানিয়ে সব বিবেকবান মানুষকে সঙ্গে নিয়ে এদের অব্যাহত সন্ত্রাস প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং অবিলম্বে হামলাকারী চিহ্নিত ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হামলায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এমএইচ/কেএম)