ভারতে আফ্রিকান তরুণীর দেহে মাঙ্কিপক্স শনাক্ত

প্রকাশ | ১৩ আগস্ট ২০২২, ১৮:২৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের রাজধানী দিল্লিতে ফের শনাক্ত হয়েছে মাঙ্কিপক্স। সম্প্রতি এক আফ্রিকান তরুণীর দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এ নিয়ে দিল্লিতে মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচজন হলো।

দেশটির সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সংক্রমিত তরুণীর বয়স ২২ বছর। গত দুদিন অঅগে শনাক্তের পর তাকে লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তরুণীটি এক মাস আগে নাইজেরিয়া গিয়েছিল বলে জানা গেছে।

শুক্রবার রাতে তরুণীর রিপোর্ট পজিটিভ আসে। দিল্লিতে মাঙ্কিপক্সে সংক্রমিতদের মধ্যে এ নিয়ে মহিলার সংখ্যা দুইজন।

এখন পর্যন্ত ভারতে সর্বমোট দশজনের দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। ইতোমধ্যে ভাইরাসটির সংক্রমণে কেরালায় প্রথম একজনের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ভারতের ত্রিশূরেও মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে ২২ বছর বয়সি এক যুবকের মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এসএটি)