লেগুনার ধাক্কায় অধ্যক্ষ নিহত
প্রকাশ | ১৪ আগস্ট ২০২২, ০৯:০৯ | আপডেট: ১৪ আগস্ট ২০২২, ০৯:১৭

সিলেট-তামাবিল মহাসড়কে সড়ক পারাপারের সময় লেগুনা ধাক্কায় দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন নিহত হয়েছেন।
শনিবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় সিলেট নগরীর মেজরটিলাস্থ শ্যামলী আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশ ঘাতক লেগুনা ও তার চালককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে হজরত শাহপরান (রহ.) থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ওই অধ্যক্ষকে আহত অবস্থায় উদ্ধার করে ওসমানীতে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।
তিনি আরো বলেন- ঘটনার পর থেকেই আমরা সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন তথ্য যাচাই-বাচাই করে ঘাতক লেগুন ও তার ড্রাইভারকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এদিকে- মানুষ গড়ার এই কারিগরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেট জুড়ে । ঘাতক লেগুনা ও তার চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ীরা।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/এসএম)