জোরপূর্বক বিশ্রামে মালির প্রধানমন্ত্রী

প্রকাশ | ১৪ আগস্ট ২০২২, ১২:২৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

মালির প্রধানমন্ত্রী চোগুয়েল কোকাল্লা মাইগাকে বাধ্যতামূলক বিশ্রামে পাঠানো হয়েছে।

রবিবার (১৪ আগস্ট) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়, ‘টানা ১৪ মাস কোনো ধরনের বিরতি ছাড়াই কাজ করার পর প্রধানমন্ত্রী চোগুয়েল কোকাল্লা মাইগাকে তার ডাক্তার জোর করে বিশ্রামে রেখেছেন। সৃষ্টিকর্তার ইচ্ছায় তিনি আগামী সপ্তাহে তার কার্যক্রম আবার শুরু করবেন।’

প্যারিস-ভিত্তিক ম্যাগাজিন জিউন আফ্রিকা ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানায়, মালির প্রধানমন্ত্রী স্ট্রোক করেছেন। তবে রয়টার্সের কাছে মাইগারের একজন উপদেষ্টা এই খবর অস্বীকার করেছেন।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/আরআর)