সুদানে বন্যায় অন্তত ৫২ জন নিহত, ক্ষতিগ্রস্ত হাজারো বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২২, ১৪:০১

আফ্রিকার দেশ সুদানে বন্যায় অন্তত ৫২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া, হাজারো বাড়িঘর বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (১৪ আগস্ট) সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানায়, প্রতি বছর উত্তর আফ্রিকার দেশটিতে মে ও অক্টোবর মাসের মাঝামাঝি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে। একারণে প্রতি বছর ভারী বন্যার কারণে বহু স্থাপনা, খাদ্যশস্য ক্ষতিগ্রস্ত হয়।

সুদানের জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের মুখপাত্র আবদেল জলির আবদেলরেহেম জানান, এবছর শরৎ মৌসুমে বন্যায় অন্তত ৫২ জনের প্রাণহানি ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, বন্যার কারণে পাঁচ হাজার ৩৪৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, আরও জনস্থাপনা, দোকান এবং কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত সপ্তাহে জাতিসংঘের কোঅর্ডিনেশন অব হিউমেনিটেরিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) প্রতিবেদনে জানায়, ভারী বৃষ্টি ও বন্যার কারণে প্রায় ৩৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২১ সালে বৃষ্টির মৌসুমে প্রায় সাড়ে তিন লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :