ভারতের ওয়ারেন বাফেট ঝুনঝুনওয়ালা আর নেই

প্রকাশ | ১৪ আগস্ট ২০২২, ১৫:০৬ | আপডেট: ১৪ আগস্ট ২০২২, ১৫:৫০

আন্তজার্তিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা (৬২) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন।

এনডিটিভি জানায়, রবিবার (১৪ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কয়েক সপ্তাহ আগে কিডনি জটিলতার কারণে একই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি।  

তিনি আকাসা এয়ারলাইন্সের সহ-প্রতিষ্ঠাতা। গত সপ্তাহে তার এয়ারলাইন্সটি আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। শেয়ারবাজারে বিনিয়োগের কারণে তিনি ‘ভারতীয় ওয়ারেন বাফেট’ নামে পরিচিত ছিলেন। তার মোট সম্পদের পরিমাণ প্রায় পাঁচ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুসারে, তিনি ভারতের ৩৬তম ধনী ব্যক্তি ছিলেন।

তার প্রয়াণে শোকবার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি লেখেন-‘রাকেশ ঝুনঝুনওয়ালা ছিলেন অদম্য। জীবন্ত, বুদ্ধিমান এবং অন্তদৃষ্টিপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি। অর্থনৈতিক জগতে একটি অদম্য অবদান রেখে গেছেন তিনি।’

(ঢাকাটাইমস/১৪আগস্ট/আরআর)