ভারতকে হুমকি দিয়ে রাখল জিম্বাবুয়ে

মাত্র কদিন আগে নিজেদের মাঠে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে ক্রিকেট দল। এবার জিম্বাবুয়ে সফরে যাচ্ছে শক্তিশালী দল ভারত। বাংলাদেশকে দুটি সিরিজে হারানো রোডেশীয়রা এবার হুশিয়ারি দিয়ে রাখছে লোকেশ রাহুল বাহিনীকেও।
জিম্বাবুয়ের মাঠে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে ভিন্ন দুই সিরিজে একটি করে ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। ফলে ২-১ ব্যবধানে দুটো সিরিজেই জিতে নেয় জিম্বাবুয়ে দল। তাতেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন সিকান্দার রাজা-রেগিস চাকাভারা।
এবার ভারতের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। আসন্ন এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন বলে আশা করছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পাওয়া ইনোসেন্ট কায়া। উদীয়মান এই তারকা ক্রিকেটার বলেন, ‘সিরিজের সর্বোচ্চ রান আমি তুলতে চাই। সেই সঙ্গে সেঞ্চুরিও করতে চাই। সোজাসাপ্টা পরিকল্পনা আমার।’
এখানেই থেমে থাকেননি কায়া। পুরো সিরিজ নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে তিনি বলেন, ‘২-১ এ সিরিজ জিতবে জিম্বাবুয়ে। আমরা সিরিজ জিতব।’
উল্লেখ্য, ঘরের মাঠে এখন পর্যন্ত দুইবার ভারতকে সিরিজ হারাতে সক্ষম হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে সবশেষ সিরিজ জিতেছিলো প্রায় দুই দশকেরও বেশি সময় আগে। এদিকে আগামী ১৮, ২০ এবং ২২ আগস্ট তিনটি ওয়ানডে ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে ভারত-জিম্বাবুয়ে।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে থাকছেন যারা

বিশ্বকাপের দুটি মাসকটের নাম প্রকাশ করল আইসিসি

প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক নিয়ে উত্তাপ ছড়ালেন স্টার্ক

বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই খেলবেন সাকিব

আরও কিছুদিন বিশ্রাম দরকার মার্টিনেজের

রোনালদোর গোলে আল নাসরের জয়

রামোসের আত্মঘাতী গোলে জিতল বার্সেলোনা

লঙ্কানদের পাত্তাই দিল না টাইগাররা
