স্ত্রীর পর ডেঙ্গুতে আক্রান্ত এমপি মিসবাহ

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২২:০৪ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২২, ২২:০১

বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান (মিসবাহ) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর আগে তার স্ত্রীও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রবিবার তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। পীর ফজলুর রহমান (মিসবাহ) বলেন, আমার স্ত্রী মাকসুরা হোসাইন দীনা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সুস্থ হয়ে বাসায় এসেছেন। এবার আমি নিজেই ডেঙ্গুতে আক্রান্ত।

স্ত্রীকে বৃহস্পতিবার বাসায় রেখে সুনামগঞ্জে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, আমার স্ত্রীকে বাসায় রেখে আমি সুনামগঞ্জে আসি। কিন্তু শনিবার রাত থেকে আমার প্রচণ্ড জ্বর অনুভব করি। সকালে রক্ত পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ আসে। প্লাটিলেটও কমেছে। রবিবার বিকালে ঢাকায় যাচ্ছি; সেখানে গিয়ে হাসপাতালে ভর্তি হব।

সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৯ মার্চ সস্ত্রীক করোনায় আক্রান্ত হন এমপি মিসবাহ।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :