ব্যাচেলর লাইফের মূল খাদ্য ডিমটাও এখন সোনার: আসিফ

‘আজ সকাল নয়টা, আমি বাসায় ফিরছি, পথে মগবাজার রেলক্রসিং। ক্রস করার আগেই দেখা পেলাম একজন বিলিওনিয়ারের। ওনার নাম কাওসার। তাঁর ভ্যানভর্তি মুরগির ডিম। হঠাৎ করেই সেমি ব্যাচেলর ফিরে চলে গেলাম। ডিম নাকি এখন একটার দামই পনেরো টাকা। কাওসারের পেছনে কোনো প্রহরী নাই। এই সময় আমি ডিমের ব্যবসা করলে অবশ্যই গানম্যান রাখতাম।’
‘কাওসারকে ইশারায় ডাকলাম, চিনে ফেলেছে আমাকে। ছবি তুলতে চাইলাম, এক পর্যায়ে বলল, স্যার মাস্কটা খোলেন। একটা নাম্বার দিল, কল দিলাম, বলল স্যার এটা আমার বউয়ের ইমো নাম্বার, ছবিটা পাঠাই দিয়েন। যদিও ইমোর আশপাশে আমি নাই। কাওসার বোকা ছেলে, না হলে কি আমার মত রমণীমোহন কাউকে বউয়ের নাম্বার দেয়!’
‘বাসায় এসে বেগমকে বললাম কাওসারের বউকে এই ছবিগুলো পাঠিয়ে দাও। ইমো কাস্টিংয়ে আমি নেই। সব পর্ব শেষে সুঠামদেহী এই যুবকের কায়িক শ্রম, নিষ্ঠা আর আন্তরিকতায় আমি মুগ্ধ।’
‘শৈশবের খুচরা ধান্দা এখনো মাথায় ঘোরে। একটা ক্রেট ডিম মেরে দেওয়ার ধান্দাও মাথায় ছিল, এখন তো এটা সম্ভব না! ব্যাচেলর লাইফের মূল খাদ্য ডিমটাও এখন সোনার ডিম হয়ে গেছে, মাত্র পনেরো টাকা। ভালো থাকুক খেটে খাওয়া কাওসারের দল, চেটে খাক কাউরালের দল। অদম্য কাওসারদের সরলতাই এখনো এই দেশের সেরা শক্তি। ওরা জিতবেই, ওদের জিততেই হবে।’
গায়ক আসিফ আকবরের ফেসবুক পেজ থেকে নেওয়া
(ঢাকা টাইমস/১৬ আগস্ট/এএইচ)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

এলো ট্রেলার, ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে কেয়ার ‘কথা দিলাম’

কোনোভাবেই হিন্দি সিনেমা আনা যাবে না, হুঁশিয়ারি ঝন্টুর

অভিনেত্রী আঁখির হাতের কনুই পর্যন্ত ও ঊরুর চামড়া কেটে ফেলতে হয়েছে

উরফি কি সত্যি মা হতে যাচ্ছেন? বাবা কে

অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা! কার মতো হয়েছে দেখতে?

শুরু হচ্ছে সিসিমপুরের নতুন মৌসুম

বিশ্বসেরা সিনেমার সঙ্গে অপি করিমের ‘মায়ার জঞ্জাল’

সব থেকেও কিছু নেই আসিফ-রিমার সংসারে

৪২-এও কীভাবে এতটা মোহময়ী? রহস্য ভাঙলেন সানি লিওন
