পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ গার্মেন্টসকর্মী

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৩:৩৬ | প্রকাশিত : ১৬ আগস্ট ২০২২, ১২:৫৮

পদ্মা সেতুর ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে নুরুজ্জামান (৩৮) নামে এক গার্মেন্টসকর্মী নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুর তিনটার দিকে সেতুর মাওয়া প্রান্তে এ ঘটনা ঘটে। পরে ওই দিন সন্ধ্যা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করে ওই যুবকের সন্ধান পায়নি নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো নদীতে অভিযান চালানো হচ্ছে। মাওয়া নৌ পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নিখোঁজ নুরুজ্জামানের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর থানায়, তিনি নারায়ণগঞ্জের কাঁচপুরের উর্মি গার্মেন্টস নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

নিখোঁজের সঙ্গে থাকা ব্যক্তিদের বরাতে মাওয়া নৌ পুলিশের ইনচার্জ ওহিদুজ্জামান জানান, সোমবার সকালে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিয়েছিল বঙ্গবন্ধু সমাধিতে। পরে সেখান থেকে সকাল এগারোটায় ঢাকা অভিমুখে রওনা হন। পদ্মা সেতুতে ঢাকাগামী লেনটিতে কাজ চলছে। যে কারণে গাড়ি ধীরগতিতে ছিল। নুরুজ্জামান পেছনের সিটে বসা ছিলেন। হঠাৎ গাড়ির দরজা খুলে তিনি নদীতে ঝাঁপ দেন। তবে কী কারণে তিনি ঝাঁপ দিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওহিদুজ্জামান আরো জানান, খবর পাওয়ার পর গতকাল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়েছে। তবে খোঁজ পাওয়া যায়নি। আজ সকাল থেকে আবারো অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :