গার্ডারচাপায় ৫ মৃত্যু: ঠিকাদারদের ‘অবহেলা’ দেখছেন বিআরটি এমডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০২২, ১৬:২১

রাজধানীর উত্তরায় গার্ডার পড়ে প্রাইভেটকারের ৫ যাত্রী নিহতের ঘটনায় প্রকল্পের সংশ্লিষ্ট ঠিকাদারদের অবহেলাকে দায়ী করছেন বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্প—বিআরটি এমডি এমডি শফিকুল ইসলাম।

আবার ক্রেন দিয়ে গার্ডার সরানোর সময় নিরাপত্তার ঘাটতি ছিল না বলে দাবি করে তিনি বলেন, ‘দুর্ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছি। সেগুলো আমরা দেখেছি। সেখানে কিছুটা হলেও নিরাপত্তা ছিলো।’

মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজধানীর উত্তরা জসিমউদদীন মোড়ে গার্ডার দুর্ঘটনাস্থলে পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কথা বলছিলেন বিআরটি এমডি।

প্রকল্পের সংশ্লিষ্ট ঠিকাদারদের খামখেয়ালিপনার কারণে কাজে নিরাপত্তার ঘাটতি আছে জানিয়ে শফিকুল ইসলাম বলেন, ‘তবে দুর্ঘটনার সময় ঘটনাস্থলে সিকিউরিটি বা নিরাপত্তা যে একেবারেই ছিল না তা কিন্তু নয়। কিছুটা তো ছিলই। তারপরও এমন প্রাণহানির ঘটনা ঘটেছে। এখানে আমাদের পর্যাপ্ত টাকাও নেই।’

কাজের সময় নিরাপত্তার সঙ্গে টাকার সম্পর্ক কি জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘একটি কাজের ক্ষেত্রে সবকিছুর সঙ্গে সম্পর্ক থাকে।’

এর আগে চারটি দুর্ঘটনায় প্রাণহানির পরও কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া ঞয়নি প্রশ্নের জবাবে বিআরটি এমডি ঠিকাদারদের ওপর দোষ চাপান।

বলেন, ‘কোম্পানিগুলো লোকবল কম ব্যবহার করে, ইকুইপমেন্ট কম ব্যবহার করে। শুধু কাজ চলমান রাখেছে৷ আমরা বারবার বলেছি যাতে কোনো প্রাণহানি না হয়। তারপরও যে কেন হলো!’

‘আমরা যাই হই না কেন, আমাদের কন্ডাক্টর ও কনসালটেন্ট আন্তর্জাতিক মানের। তারপরও এমন কেন হয়েছে তা দেখা প্রয়োজন’—যোগ করেন বিআরটি এমডি।

সিসিটিভি ফুটেজের বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘ছবিটা আমরা দেখেছি, সেটি আমরা সংরক্ষণ করেছি। সেখানে কিছু হলেও নিরাপত্তা ছিল।’

মঙ্গলবার কাজ বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘আজ আমাদের এই স্পটে (উত্তরা) কাজ নেই, কিন্তু অন্য স্পটে কাজ চলছে।’

সোমবার দুপুরে উত্তরা জসিমউদ্দিন সড়কে ক্রেন থেকে গার্ডার পড়ে একটি যাত্রিবাহী প্রাইভেটকারের ওপর। এতে গাড়িতে থাকা নবদম্পতি প্রাণে বেঁচে গেলেও পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। চার ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এসএস/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :